Gravity

 1)মহাকর্ষ বল কাকে বলে?

 2) অভিকর্ষ কাকে বলে?

3) নিউটনের মহাকর্ষ সূত্রের গাণিতিক রূপটি লেখ। সূত্রে ব্যবহৃত প্রতিটি চিহ্নের পরিচয় দাও।

 4)সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক কাকে বলে ?এর এস আই পদ্ধতিতে মান ও একক লেখ ।

 5) দুটি বস্তুর উপর ক্রিয়াশীল মহাকর্ষ বল বস্তু দুটির ভরের ওপর কিভাবে নির্ভর করে ?

6 )দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল বল বস্তু দুটির মধ্যকার দূরত্বের উপর কিভাবে নির্ভর করে ?

7 )নিউটনের মহাকর্ষ সূত্রের ক্ষেত্রে বস্তু দুটির আকার অনেক বড় হলে বস্তু দুটির মধ্যকার দূরত্ব বলতে কোন দূরত্বকে বোঝানো হয় ?

8) দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল F। এখন এদের দূরত্ব অপরিবর্তিত রেখে উভয়ের ভর দ্বিগুণ করা হলে মহাকর্ষ বলের মান কত হবে ?

9)দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বলF। বস্তু দুটির ভর অপরিবর্তিত রেখে এদের মধ্যকার দূরত্ব দ্বিগুণ করা হলে মহাকর্ষ বলের মান কত হবে ?

10)দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল F।বস্তু দুটির উভয়ের ভর দ্বিগুণ করা হলো এবং ওদের মধ্যকার দূরত্ব দ্বিগুণ করা হলো ।এখন বস্তু দুটির মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বলের মান কত হবে ?

11) অভিকর্ষজ  ত্বরণ কাকে বলে? সিজিএস ও এসআই পদ্ধতিতে অভিকর্ষজ ত্বরণের মান কত?

 12 )অভিকর্ষজ ত্বরণের রাশিমালাটি লেখো এবং চিহ্ন গুলির পরিচয় দাও।

 13)পৃথিবী ও চাঁদের অভিকর্ষজ ত্বরণের তুলনা কর। 

14)অবাধে পতনশীল বস্তু বলতে কি বুঝ ?

15) অভিকর্ষের অধীনে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে গ্যালিলিওর সূত্র গুলির মর্মার্থ লেখ। 

16) একটি বস্তুকে উলম্বভাবে উপরের দিকে ছুড়ে দিলে বস্তুটি একই স্থানে ফিরে আসে কেন?

 17) মুক্তিবেগ কাকে বলে ?

18) একটি ভারি ও একটি হালকা বস্তুকে একসাথে একই উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হলে তারা একই সাথে মাটিতে পড়ে না কেন? কি শর্তে তারা একই সঙ্গে মাটিতে পড়বে?

Post a Comment

0 Comments